1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নওগাঁর মহাদেবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি-থানায় অভিযোগ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০:২১ পূর্বাহ্ন

নওগাঁর মহাদেবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি-থানায় অভিযোগ

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ৮ জুন, ২০২৩

নওগাঁর মহাদেবপুরে সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা চালানোর অভিযাগ পাওয়া গেছে।

ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত ১০ টার দিক উপজলা স্বাস্য কমপ্লেক্সের গেট সংলগ্ন এলাকায়। এঘটনায় ওই সাংবাদিক বাদী হয়ে চারজনের নামে লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযাগ সূত্র জানা যায়, ওইদিন রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেট সংলগ্ন এলাকায় বিরোধীয় জমি-জমা নিয়ে স্থানীয় দোকানদারদের দ্বন্দ্ব চলছিল। এমন সংবাদর ভিত্তিতে সাংবাদিক বরুন মজুমদার তথ্য সংগ্রহের জন্য কয়কজন সাংবাদিকসহ ঘটনাস্থলে যান।

এসময় সেখানে অবস্থানরত হাসপাতাল এলাকার বাসিন্দা মৃত মোজাফফর হোসন (মুজা)র ছেলে নুর মোহাম্মদ বাবু, নুর মাহাম্মদ বাবুর ছেলর রাকিব হাসান জয়, নুর মোহাম্মদ বাবুর স্ত্রী জেসমিন বেগম ও মৃত মোজাফফর হোসেন (মুজা)র স্ত্রী মোনায়ারা মুনু তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতো থাকে। এক পর্যায় তারা লাঠিসোটা, লোহাররড, ধারালো দা, বটিসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ওই সাংবাদিকর ওপর হামলা চালায়। এ সময় স্থানীয় লোকজনের সহোযাগীতায় তিনি প্রাণে রক্ষা পেলেও। পরবর্তীতে উপরাক্ত ব্যক্তিগণ বিভিন্ন ধরণের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করে।

এ ব্যাপার মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মা.মোজাফফর হোসেন অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST