নওগাঁর মহাদেবপুরে উপজেলা আওয়ামীলীগ ও উপজেলা প্রশাসনের আয়োজনে নানা কর্মসূচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
জাতীয় শোক দিবস উপলক্ষে মঙ্গলবার সকালে স্থানীয় মডেল স্কুল মোড়ে শহীদ স্মৃতিস্তম্ভে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের শুভ সূচনা হয়।
উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ৪৮ নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য
আলহাজ্ব মো. ছলিম উদ্দিন তরফদার সেলিম এতে সভাপতিত্ব করেন। উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আহসান হাবীব ভোদনের সঞ্চালনায় উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, উত্তরগাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রঞ্জিত কুন্ডু, চেরাগপুর ইউনিয়ন
আওয়ামী লীগের সভাপতি ও চেরাগপুর ইউপি চেয়ারম্যান শিবনাথ মিশ্র,মহাদেবপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. সাঈদ হাসান তরফদার শাকিল, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি কাওছার আলী, সহ
সভাপতি রাজু আহমেদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু মুসা আল আশারি প্রমুখ। আলোচনা সভার পূর্বে একটি শোক র্যালি উপজেলার প্রধান প্রধান সড়কগুলি প্রদক্ষিণ করে।
অপরদিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে জাতীয় শোক দিবসের আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু হাসান এতে সভাপতিত্ব করেন। উপজেলা আনসার ও বিডিপি অফিসার মোসা. সেলিনা আক্তারের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সদস্য ও বীর মুক্তিযোদ্ধা অজিত কুমার মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান অনুকুল চন্দ্র সাহা বুদু, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডাঃ মোঃ আব্দুল মালেক, উপজেলা কৃষি অফিসার হোসাইন মোহাম্মদ এরশাদ, উপজেলা মহিলা বিষয়ক অফিসার মো. সুলতান মাহমুদ প্রমূখ।
বিএ/