1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
নওগাঁর মহাদেবপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৯:১৭ অপরাহ্ন

নওগাঁর মহাদেবপুরে আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

নওগাঁর মহাদেবপুরে একটি অটো রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতির ঘটনায় আন্ত:জেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

এ সময় লুটকৃত নগদ ১ লক্ষ ২৬ হাজার ৪০০ টাকা, মোবাইল ফোন, ডাকাতির কাজে ব্যবহৃত একটি চাপাতি, রশি, টর্চ লাইট উদ্ধার করা হয়।

মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. মোজাফফর হোসেন জানান, ডাকাতি সংঘটনের খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। এর পরপরই পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক, মহাদেবপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জয়ব্রত
পালের নির্দেশনায় থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে অভিযান পরিচালনার জন্য একটি শক্তিশালী চৌকশ দল গঠন করে।

এ ঘটনার সাথে জড়িত ডাকাতদের গ্রেফতারে
নওগাঁ, রাজশাহীসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ডাকাতির সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগে জেলার আত্রাই উপজেলার চকশিমলা গ্রামের মফিজ উদ্দীনের পুত্র মামুনুর রশিদ মন্টু (৩২), বগুড়া জেলার আদমদিঘী উপজেলার বেজার গ্রামের মৃত এরশাদুল হকের পুত্র আব্দুল আহাদ (২৮), মান্দা উপজেলার আবিদ্যপাড়ার নাসির উদ্দীনের পুত্র মো. সান্টু (২২), একই উপজেলার পারশিমলা গ্রামের ইউনুস আলীর ছেলে ময়নুল ইসলাম (২৭) ও রাজশাহী জেলার বাগমারা উপজেলার সোনাডাঙ্গা (জামালপুর) গ্রামের গোল মোহাম্মদের পুত্র আতিকুর রহমান আতিক (২৪) কে
গ্রেফতার করে।

এ সময় তাদের হেফাজতে থাকা লুটকৃত নগদ ১ লক্ষ ২৬ হাজার ৪০০ টাকা, মোবাইল ফোন, ডাকাতির কাজে ব্যবহৃত একটি চাপাতি, রশি, টর্চ লাইট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের মঙ্গলবার ( দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, সোমবার ভোর রাত ৩ টার দিকে উপজেলার ভীমপুর ইউনিয়নের বাগাচারা নামক স্থানের আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত ভীমপুর ইউপি চেয়ারম্যান শ্রী রাম প্রসাদ ভদ্রের মালিকানাধীন আপন চিন্তা অটোমেটিক রাইস মিলে ১৪/১৫ জনের একদল ডাকাত মিলের পিছন দিকের প্রাচীর টপকে ভিতরে ঢোকে।

এ সময় তারা মিলের ম্যানেজার বৈদ্যনাথ চন্দ্র, ফোরম্যান ফারুক হোসেন, হামিদুর রহমানসহ কয়েকজনকে বেঁধে রেখে বেদম মারপিট করে অস্ত্রের ভয় দেখিয়ে তারা ফোরম্যানের কাছ থেকে চাবী নিয়ে ক্যাশ আলমারীতে থাকা নগদ ২ লক্ষ ২৫ হাজার টাকা ও কর্মচারীদের ব্যবহৃত ৯টি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।

বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST