খবর২৪ঘন্টা স্পোর্টস ডেস্ক: মহেন্দ্র সিং ধোনির আন্তর্জাতিক ক্যারিয়ার তো বলতে গেলে শেষই। কাগজে কলমে যা একটু সম্ভাবনা জিইয়ে রয়েছে। এবারের আইপিএলটা সময়মতো মাঠে গড়ালে হয়তো নিজেকে প্রমাণ করে ফেরার একটা উপায় থাকতো।
সেই আইপিএলও করোনার কারণে স্থগিত হয়ে গেছে। আদৌ এ বছরের আসরটি আর শুরু করা যাবে কি না, নিশ্চয়তা নেই। ধোনির ভবিষ্যতও তাই বড় ধরনের অনিশ্চয়তায়।
২০১৯ সালের বিশ্বকাপে নিউজিল্যান্ডের কাছে সেমিফাইনালে হারের পর থেকে আর আন্তর্জাতিক আঙিনায় দেখা যায়নি ধোনিকে। আইপিএলকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছিলেন। এরই মধ্যে করোনার হানা।
তবে কি মাঠের বাইরে থেকেই বিদায় বলতে ভারতের দুইবারের বিশ্বকাপজয়ী অধিনায়ককে? চেন্নাই সুপার কিংসের পক্ষ থেকে অবশ্য আশান্বিত হওয়ার খবরই শুনলেন ক্যাপ্টেন কুল।
চেন্নাই সুপার কিংসের একজন কর্মকর্তা পরিষ্কার ভাষায় জানিয়ে দিলেন, আগামী দুই থেকে তিন মৌসুমে তাদের অংশ হয়েই থাকবেন দলের সফলতম অধিনায়ক ধোনি।
চেন্নাই কমকর্তার ভাষায়, ‘ধোনির সিদ্ধান্ত তার কাছে। তবে আমি তাকে আগামী দুই-তিন মৌসুমে আইপিএলে খেলতে দেখছি। যদি ভারতের হয়ে খেলার কথা আসে, তবে সে-ই ভালো বলতে পারবে।’
খবর২৪ঘন্টা/নই