খবর ২৪ঘণ্টা ডেস্ক: হামলা-মামলা আর সকল বাধা বিপত্তি উপেক্ষা করে ধানের শীষের জোয়ার উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমের কাছে তিনি এ মন্তব্য করেন।
ফখরুল বলেন, আমরা ঢালাওভাবে অভিযোগ করিনি। অভিযোগের সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ আমরা নির্বাচন কমিশনে দিয়েছে।
তিনি বলেন, সরকারের হামলা, মামলা ও সকল বাধা উপেক্ষা করে সারাদেশে ধানের শীষের জোয়ার উঠেছে।
ধানের শীষের এই জোয়ার কেউ ঠেকাতে পারবে না।
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।