নিজস্ব প্রতিবেদক : বর্তমান সময়ে ধর্ষণ, গণধর্ষণ ও পৈশাচিক হত্যাকাÐের প্রতিবাদে এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে রাজশাহী মহানগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সর্বস্তরের ইমাম ও ওলামা মাশায়েখ। আজ শুক্রবার পবিত্র জুম্মার নামাযের পরে নগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজার জিরোপয়েন্টে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সর্বস্তরের ইমাম ও ওলামা মাশায়েখ রাজশাহী মহানগরী শাখা।
জানা গেছে, শুক্রবার পবিত্র জুম্মার নামায আদায়ের পরে বিভিন্ন মসজিদের ইমাম ও ওলামা মাশায়েখরা নগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট এলাকায় জড়ো হতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ইমাম ও ওলামাদের অনেক সদস্য জড়ো হয়ে যায়। এরপর তারা
সেখান থেকে বিক্ষোভ মিছিল শুরু করে নগরীর আলুপট্টি পর্যন্ত সড়ক প্রদক্ষিণ করে আবার জিরো পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিল চলাকালে ইমামরা ধর্ষণের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিতে থাকে। এ ছাড়াও ধর্ষকদের কঠোর শাস্তির দাবি জানিয়ে ¯েøাগান দেয়া হয়। মিছিল শেষ হওয়ার পর সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মাওলানা শেখ আইয়ুব আলীর সভাপতিত্বে ও মাও: হাসান আল মামুনের পরিচালনায় বক্তব্য দেন, মাওঃ মিজানুল ইসলাম, আফজাল হোসেন হামিদী, আব্দুল্লাহ আল মাহমুদসহ বিভিন্ন মসজিদের ইমামগণ। সমাবেশ থেকে বক্তারা সারা দেশে ধর্ষণ, গণধর্ষণের যে ঘটনা ঘটেছে তার সাথে যারা জড়িত রয়েছে তাদের দ্রæত আইনের আওতায় নিয়ে এসে কঠোর শাস্তির দাবি জানান। যাতে ভবিষ্যতে কেউ আর এ ধরণের কাজ না করার সাহস পায়। একই সাথে বক্তারা বিচার বর্হিভুত হত্যাকাÐ বন্ধেরও দাবি জানান। ঘটনাস্থলে বিপুল পরিমাণ পুলিশ ও র্যাবের সদস্য মোতায়েন ছিল।
এদিকে, একই দিন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজশাহী জেলা শাখার উদ্যোগে নারী নির্যাতন ও ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলে জেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মিছিল থেকে ধর্ষকদের গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানানো হয়।
এস/আর