নিজস্ব প্রতিবেদক: সারা বাংলাদেশের সকল ধর্ষকদের ফাঁসির দাবিতে ফুঁসে উঠেছে রাজশাহী সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা। সব ধর্ষকদের ফাঁসি দাবিতে আজ মঙ্গলবার রাজশাহী মহানগরীর প্রাণকেন্দ্র সাহেব বাজার জিরো পয়েন্ট বিশাল মানববন্ধন ও বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বিক্ষোভে অংশ নেয় শিক্ষার্থীরা ধর্ষকদের ফাঁসি দাবিতে বিভিন্ন স্লোগান সম্বলিত প্লেকার্ড হাতে নিয়েছিল।
জানা গেছে, আজ মঙ্গলবার সকাল থেকেই রাজশাহী মহানগরীর জিরো পয়েন্টে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। একে একে বিশাল অংশ জুড়ে শিক্ষার্থীরা অবস্থান নেয়। এরপর বিক্ষোভ শুরু করেন। ধর্ষকদের বিরুদ্ধে স্লোগানে মুখরিত হয়ে পড়ে রাজশাহী। সবার একই দাবি ধর্ষকদের ফাঁসি চাই ফাঁসি চাই।
বিক্ষোভকে কেন্দ্র করে সেখানে বিপুলসংখ্যক পুলিশের সদস্য উপস্থিত ছিল। উল্লেখ্য সম্প্রতি সারা বাংলাদেশে ধর্ষণ বেড়ে গেছে। গত কয়েকদিন ধরেই ফুঁসে উঠেছে দেশের মানুষ। সবার একই দাবি ধর্ষণের বিরুদ্ধে সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলতে হবে। আর ধর্ষকদের কঠোর শাস্তি দিতে হবে। যাতে ভবিষ্যতে কেউ আর এই ধরনের জঘন্য কাজ করার সুযোগ না পায়।
এ/আর