খবর২৪ঘন্টা ডেস্ক: নোয়াখালীর বেগমগঞ্জে অনৈতিক প্রস্তাবে রাজি না হওয়ায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনার অন্যতম আসামি দেলোয়ারের মাছের খামার থেকে সাতটি তাজা ককটেল ও দুই রাউন্ড ১২ বোরের কার্তুজ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশান ব্যাটালিয়ন (র্যাব-১১)।
সোমবার (৫ অক্টোবর) রাতে জিজ্ঞাসাবাদে দেলোয়ারের দেওয়া তথ্য অনুযায়ী তার মাছের খামারে অভিযান চালিয়ে ককটেল ও কার্তুজ উদ্ধার করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক এএসপি সুজয় সরকার জানান, গৃহবধূকে নির্যাতনের ঘটনায় হওয়া মামলার অন্যতম আসামি দেলোয়ারের দেওয়া তথ্য অনুযায়ী তার মাছের খামারে অভিযান চালিয়ে সাতটি তাজা ককটেল ও দুই রাউন্ড ১২ বোরের কার্তুজ উদ্ধার করা হয়েছে।
খবর২৪ঘন্টা/নই