1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
দ্রব্যমূল্যের ঊধর্বগতির প্রতিবাদে কর্মসূচি ঘোষণা বিএনপি'র - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০১:২৩ পূর্বাহ্ন

দ্রব্যমূল্যের ঊধর্বগতির প্রতিবাদে কর্মসূচি ঘোষণা বিএনপি’র

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ৩১ মারচ, ২০২২

দ্রব্যমূল্যের ঊধর্বগতির প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। কর্মসূচির অংশ হিসেবে ২ এপ্রিল সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে গণ-অনশন শুরু করবে দলটি।

বুধবার (৩০ মার্চ) দুপুরে নয়াপল্টনে দলের যৌথসভা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, আগামী দুই এপ্রিল নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত গণঅনশন কর্মসূচি পালন করা হবে। এই ইস্যুতে গত এক মাসব্যাপী বিএনপির যে কর্মসূচি ছিল তারই অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হবে।

দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করে ফখরুল বলেন, এটা তারা নিয়মিত বলেন। তাদের টাকাপয়সার অভাব নেই সেজন্য এমন কথা উনার বলবেন।

মির্জা ফখরুল বলেন, সরকারের দিক থেকে কোনো পরিবর্তন নেই। এই সরকার নির্বাচিত সরকার নয়। সেজন্য পরিবর্তন আশা করা যায় না। তাদের চামড়া গণ্ডারের মতো। মূলত নির্দলীয় সরকার ছাড়া এই সমস্যার কোনো সমাধান হবে না। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের পর সব গণতান্ত্রিক শক্তিকে নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। এর মধ্য দিয়েই সমস্যার সমাধান হবে।

বিএনপি মহাসচিব বলেন, গত কয়েক মাস ধরে দেশের সাধারণ মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। চাল, লবণ ও চিনিসহ প্রত্যেকটি জিনিসের দাম বেড়েছে। সর্বশেষ সয়াবিন তেলের দাম দফায় দফায় বেড়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে।

তিনি আরও বলেন, সরকার একদিকে দ্রব্যমূল্য বাড়াচ্ছে, অন্যদিকে গ্যাসের দাম বাড়ানোর জন্য কোম্পানিগুলো নতুন করে প্রস্তাব দিচ্ছে। এই যে বাড়ছে এই বাড়ানোর কারণটা আমরা লক্ষ্য করেছি, বিশেষজ্ঞরা বলছেন, একদিকে অপচয়, অন্যদিকে সরকারের মদদপুষ্ঠ ব্যক্তি বিশেষ ব্যবসায়ীদেরকে আরো মুনাফা পাইয়ে দেয়ার জন্য এমনটা করা হচ্ছে।

মির্জা ফখরুলের সভাপতিত্বে যৌথ সভায় আরো উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির আমান উল্লাহ আমান,আবদুস সালাম, মহানগর বিএনপির আমিনুল হক, যুব দলের সুলতান সালাহউদ্দিন টুকু, স্বেচ্ছাসেবকদলের মোস্তাফিজুর রহমান, আবদুল কাদির ভূঁইয়া জুয়েল প্রমুখ।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST