1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
দ্বিতীয় প্রিয়া প্রকাশ ভ্যারিয়ারে মজে নেটদুনিয়া - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০১:২৪ পূর্বাহ্ন

দ্বিতীয় প্রিয়া প্রকাশ ভ্যারিয়ারে মজে নেটদুনিয়া

  • প্রকাশের সময় : সোমবার, ১৭ সেপটেম্বর, ২০১৮

বিনোদন,ডেস্ক: ‘উইঙ্ক গার্ল’ এই নামটাই যথেষ্ট৷ এই এক শব্দেই চেনা যায় প্রিয়া প্রকাশ ভ্যারিয়ারে৷ ‘ওরু আদার লাভ’ ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করছিলেন তিনি৷ পার্শ্বচরিত্রে অভিনয় করে এতো বিখ্যাত এর আগে কখনও কেউ হয়েছেন কিনা সেই বিষয় সন্দেহ রয়েছে৷ সাধারণ একটি ছাত্রীর ভূমিকায় থেকে এমন পপুল্যারিটি পাবেন তা প্রিয়া নিজেও কখনও ভাবেননি৷ একটি ছবির সাপোর্টিং রোল থেকে সোশ্যাল মিডিয়ার ভাইরাল লেডি, নেশন ক্রাশ হয়ে গিয়েছেন তিনি৷ এমনকি জনপ্রিয় বিউটি ক্রিমের ব্র্যান্ড অ্যাম্বাসাডার এখন প্রিয়া৷

তবে এবার প্রিয়া জায়গায় রাজ করতে চলেছেন আরেকজন৷ প্রিয়ার সেই ভিডিওয়র মতোই সেজেগুজে প্রিয়ার মতোই চোখ মারছেন তিনি৷ আর তাতেই ঘায়েল নেটিজেনের দল৷ তিনি আর কেউ নন অভিনেত্রী দিশা পাটানি৷ সম্প্রতি তাঁর উইঙ্কের ছবি এখন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের হটকেক৷ প্রিয়ার মতোই ফেমাস হওয়ার জন্যই কি এমন সাজপোশাকে দেখা গিয়েছে তাঁকে? তবে পুরোটাই ফোটোশপ বলে দাবি করছেন কিছু নেটিজেন৷ আসলে এটি একটি অ্যাডশ্যুটের স্টিল৷ যা ক্রমশ ভাইরাল হয়ে চলেছে চারিদিকে৷

সেই অ্যাডের কেন্দ্রবিন্দু ছিল মিম৷ নানা রকমের বিশ্বসেরা মিম গুলো নিয়ে তৈরি হয়েছে সেই অ্যাড৷ যেখানে ‘গরমিন্ট আন্টি’ থেকে শুর করে রয়েছে ‘থাগলাইফে’র মিম৷ সব মিমই রয়এছে কিন্তু দিশার স্টাইলে৷ প্রতিটি সাজে সেজেছেন দিশা৷ তবে সেরা ছিল প্রিয়ার আদলে বানানো মিমটি৷ যেখানে সেই একই রকম চোখ মারার ভঙ্গিমায় তাকিয়ে রয়েছেন তিনি৷ প্রসঙ্গত, দিশা পাটানিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সলমন খানের ‘ভারত’এ৷

নায়িকার ভূমিকায় থাকছেন ক্যাটরিনা কাইফ৷ স্টান্ট ও ট্রাপিজের খেলা নিয়ে তৈরি ‘ভারত’। ২০১৪ সালে কোরিয়ার ব্লকবাস্টার মুভি ‘ওড টু মাই ফাদার’ ছবির রিমেক। তবে ছবির পরিচালক আলি আব্বাস জাফর জানিয়েছেন, রাজ কাপুরের ছবি ‘মেরা নাম জোকার’ থেকে অনুপ্রাণিত ‘ভারত’। ভারতীয়-রাশিয়ান সার্কাসের কথা মাথায় রেখেই তৈরি হয়েছে ছবিটি। ট্রাপিজ ও রোপ স্টান্টের মিক্স স্টান্ট দেখা যাবে ছবিতে। তাইতো প্রথম লুকের ছবিতে সলমনকে স্ট্যান্টম্যান হিসেবে দেখানো হয়েছে। এ ছবিতে প্রায় ৬০ বছর সময়কালকে তুলে ধরা হয়েছে।

https://www.instagram.com/p/Bnqh06Nliw1/?taken-by=dishapatani

খবর২৪ঘণ্টা.কম/জেএন        

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST