1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
দোকানে ঢুকে চা বানালেন মমতা - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১১ মে ২০২৫, ১১:৩৭ পূর্বাহ্ন

দোকানে ঢুকে চা বানালেন মমতা

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০১৯

খবর২৪ঘণ্টা  ডেস্ক: রাস্তার ধারে থাকা চা’য়ের দোকানে ঢুকে নিজের হাতেই চা বানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শিশুদের চকলেট ও নারীদের শাড়ি উপহার দিলেন।

বুধবার (২১ আগস্ট) বিকালে পূর্ব মেদিনীপুর জেলার দীঘায় এভাবেই জনসংযোগ সারলেন মমতা।

শুধু চা বানালেন তা নয়, দোকানদারকে শেখালেন কতটুকু পানি দিতে হবে, কতটুকু দুধ-চিনি লাগবে আর কতক্ষণ ফোটানো হলে ভালো চা হবে।

চা খেতে খেতে মমতা বলেন, আমি আগেও চায়ের দোকানে বসতাম। এটা নতুন কিছু নয়। এখান থেকেই তো মানুষের সব কথা শোনা যায়। মানুষের কাছে পৌঁছানো যায়।

রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বিন্দু বিন্দু করেই তো সিন্ধু হয়। তাদের মতে, মুখ্যমন্ত্রী খুবই সাধারণ জীবন-যাপন করেন। তিনি এই বার্তাই দিতে চেয়েছেন। আর এভাবেই তিনি মানুষের খুব কাছে পৌঁছাতে চান।

মুখ্যমন্ত্রীকে দেখতে দোকানে তখন উৎসাহী মানুষের ভিড়। মোবাইল হাতে কাউকে দেখা গেল তার চা বানানোর ছবি তুলতে, কেউ আবার সেলফিতে মগ্ন হয়ে উঠেছেন। মুখ্যমন্ত্রীকে হাতের কাছে পেয়ে সাধারণ মানুষ তাদের অভাব-অভিযোগও তুলে ধরেন।

খবর২৪ঘণ্টা, জেএন

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team