লকডাউনের মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখার দাবিতে দফায় দফায় বিক্ষোভ করেছে রাজশাহীর আরডি মার্কেটের ব্যবসায়ীরা। সোমবার সকাল থেকেই রাজশাহীর আরডি মার্কেটের দোকান মালিক ও কর্মচারীরা মার্কেটের সামনের রাস্তায় অবস্থান নিয়ে বিক্ষোভ করে। ব্যবসায়ী ও কর্মচারীরা রাস্তা অবরোধ করে লকডাউন মানিনা, মানবোনা এমন ¯েøাগানও দেয়। এ সময় বিপুল পরিমাণ পুলিশ সদস্য মোতায়েন ছিল। দফায় দফায় প্রশাসনের উধ্বর্তন কর্মকর্তাদের সাথে বৈঠকও করেন তারা। কিন্ত মার্কেট খোলার অনুমতি না পেয়ে বিক্ষোভ করেন।
খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার সকালে পূর্ব ঘোষণা অনুযায়ী আরডি মার্কেটের ব্যবসায়ীরা দোকান খুলেন। কিছু সময় তাদের দোকান খোলাও ছিল। কিন্ত প্রশাসন গিয়ে তাদের দোকান বস্ বন্ধ করার জন্য বলে। পরে মার্কের বিপুল পরিমাণ ব্যবসায়ী ও কর্মচারীরা আরডি মার্কেটের সামনের রাস্তা অবরোধ করে। এ সময় দুই/একটি অটোরিক্সা চললেও সেটি বন্ধ হয়ে যায়। তারা লকডাউন মানিনা মানবোনা বলে ¯েøাগান দিয়ে বিক্ষোভ শুরু করে। তারা স্বাস্থ্যবিধি মেনে লকডাউনের মধ্যেও দোকানপাট খুলে রাখার দাবি জানান। যদিও লকডাউনে সব বন্ধ রাখার সিদ্ধান্ত রয়েছে সরকারের পক্ষ থেকে।
বিক্ষোভকারী ব্যবসায়ীরা অভিযোগ করে জানান, তারা স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলা রাখতে চান। কারণ গত একবছর করোনার কারণে তাদের ব্যবসায় প্রচুর লোকসান হয়েছে। ব্যবসায়ী ও কর্মচারীরা লোকসান পুষিয়ে স্বাভাবিক হতে পারেনি। দীর্ঘদিন ধরে স্কুল-কলেজও বন্ধ রয়েছে। এ কারণে ব্যবসায় আরো মন্দাভাব। তার উপর সামনে পবিত্র মাহে রমজান। বছরের অন্য সময়গুলোর লোকসান পবিত্র ঈদুল ফিতরের আগে বেচাকেনায় কিছুটা পুষিয়ে নেয়া যায়। কিন্ত এখন আবার মার্কেট বন্ধ থাকলে তাদের অবস্থা আরো খারাপ হয়ে যাবে। এ জন্য তারা দোকানপাট খোলা
রাখতে চান। এ জন্য তারা রাজশাহী স্থানীয় প্রশাসন ও সরকারের প্রতি আকর্ষণ করেন। নাম না প্রকাশ করার শর্তে এক ব্যবসায়ী বলেন, দোকান মালিক ও কর্মচারীদের বেহাল দশা। যদি করোনার কারণে না কেউ মারা যায় তাহলে না খেয়েই মরতে হবে। কারণ পেটে ক্ষুধা রেখে কিছুই করা যাবেনা।
উল্লেখ্য, রোববার লকডাউনের মধ্যেও মার্কেট খোলা রাখার দাবি জানিয়ে সংবাদ সম্মেলন করেন ব্যবসায়ীরা। সেখানে তারা মার্কেট খোলা রাখার সিদ্ধান্ত নেন। এরপর সোমবার তারা বিক্ষোভ করেন। এদিন নগরে ঢিলেঢালাভাবে লকডাউন পালন হয়।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।