নাটোর প্রতিনিধিঃ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের যে কোন দূর্যোগ পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত সরকার। উত্তরাঞ্চলের বন্যা পরিস্থিতির সব ধরনের প্রস্তুতি রেখেছে সরকার । রোববার নাটোরের সিংড়া কৃষি হলরুমে আগাম বন্যা পরিস্থিতি পর্যালোচনা ও প্রস্তুতি সভা তিনি এসব কথা বলেন।
সিংড়া উপজেলা নির্বাহী অফিসার স্বন্দীপ কুমার সরকারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এড. শেখ ওহিদুর রহমানসহ সকল ইউনিয়ন জনপ্রতিনিধি ও সরকারী কর্মকর্তাবৃন্দ।
নাটোরের সিংড়ায় চলতি বোরো মৌসুমে আবাদ হয়েছে ৩৮হাজার ১’শত হেক্টর জমিতে। অতি বৃষ্টির পানিতে ডুবেছে ১৫ হেক্টর জমির ধান। আংশিক ১৫০ হেক্টর ধানের জমিতে পানি এসেছে।
খবর২৪ঘণ্টা.কম/নজ