1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
দেশে করোনায় আরও ৩১ জনের মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
শুকরবার, ২৪ জানয়ারী ২০২৫, ১১:০৪ পূর্বাহ্ন

দেশে করোনায় আরও ৩১ জনের মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। এ সময় রোগী শনাক্ত হয়েছে ১৩ হাজার ৫০১ জন। এর আগে (রোববার) ৩৪ জনের মৃত্যু এবং ১২ হাজার ১৮৩ জন রোগী শনাক্ত হয়েছিল।

সোমবার (৩১ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৯৮ হাজার ৮৩৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৩৯৪ জনের।

বিজ্ঞপ্তির তথ্যমতে, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৪৫ হাজার ২৮৪টি। পরীক্ষা করা হয় ৪৫ হাজার ৩৫৮টি নমুনা। এর মধ্যে রোগী শনাক্ত হয়েছে ১৩ হাজার ৫০১ জন এবং মৃত্যু হয়েছে ৩১ জনের। সুস্থ হয়েছেন ২ হাজার ৫৬৮ জন।

দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৯৮ হাজার ৮৩৩ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৮ হাজার ৩৯৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ লাখ ৬৮ হাজার ২১৩ জন।

নতুন নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২৯ দশমিক ৭৭ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৪২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২০ জন পুরুষ এবং ১১ জন নারী। এদের মধ্যে ঢাকা বিভাগে ১৬ জন, চট্টগ্রামে ২, রাজশাহীতে ১, খুলনা ৫, সিলেটে ১, রংপুর ৩ ও ময়মনসিংহে তিনজন মারা গেছেন।

উল্লেখ্য, গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর ঠিক ১০ দিন পর ১৮ মার্চ দেশে করোনায় আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST