1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
দেশে উগ্রবাদীদের নেটওয়ার্ক ভেঙ্গে গেছে : র‌্যাব ডিজি - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:৪০ পূর্বাহ্ন

দেশে উগ্রবাদীদের নেটওয়ার্ক ভেঙ্গে গেছে : র‌্যাব ডিজি

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২ জুলা, ২০২০

খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, দেশে উগ্রবাদীদের নেটওয়ার্ক ভেঙ্গে গেছে, চোখে পড়ার মতো তৎপরতা তাদের নেই। বর্তমানে জঙ্গিবাদ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি বলেন, ‘উগ্রবাদ একটি বৈশ্বিক সমস্যা। সারাবিশ্ব উগ্রবাদ মোকাবিলায় কাজ করছে। আমরাও প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী চেষ্টা চালিয়ে উগ্রবাদ দমন করতে সক্ষম হয়েছি’।

ডিজি বলেন, ‘উগ্রবাদ দমনের ক্ষেত্রে আমরা যে সফলতা অর্জন করেছি, তা আগামীতে ধরে রাখতে এলিট ফোর্স র‌্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সকল ইউনিট সমন্বয় করে এক সাথে কাজ করছে।

হলি আর্টিজান বেকারিতে নৃশংস হামলার চার বছর পূর্তিতে বুধবার সকালে রাজধানীর গুলশানে এ রোস্তরায় এসে নিহতদের স্মরনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। র‌্যাবের এডিজি (অপস) তোফায়েল মোস্তফা সরোয়ার, এডিজি (এডমিন) ডিআইজি মো. জামিল আহমেদ, গোয়েন্দা বিভাগের চীফ লেফটেন্ট্যান্ট কর্ণেল সারওয়ার বিন কাশেম, র‌্যাব-১ এর কমান্ডিং অফিসার (অধিনায়ক) লেফটেন্ট্যান্ট কর্ণেল শাফী উল্লাহ বুলবুলসহ র‌্যাবের উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

এক প্রশ্নের জবাবে র‌্যাব ডিজি বলেন, ‘হলি আর্টিজান হামলার আগ থেকেই র‌্যাব দেশের উগ্রবাদবিরোধী বিভিন্ন অভিযান পরিচালনা করেছে। এখন পর্যন্ত আমরা দুই হাজারেরও অধিক উগ্রবাদী সদস্যদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। এ ঘটনার পর আমরা বিভিন্ন অভিযান চালিয়ে এক হাজারেরও অধিক উগ্রবাদী সদস্যদের গ্রেফতার করেছি। এখনও অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, হলি আর্টিজান হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলাটির রায়ও হয়েছে। দ্রুত এ রায় কার্যকর হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

২০১৬ সালের এ দিনে পাঁচ অস্ত্রধারী উগ্রবাদী রাজধানীর গুলশানস্থ হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলা চালিয়ে ১৭ জন বিদেশিসহ ২২ জনকে হত্যা করে। এদের মধ্যে ছিলেন ২ জন পুলিশ কর্মকর্তা, তিনজন বাংলাদেশী, সাতজন জাপানি, নয়জন ইতালিয়ান এবং একজন ভারতীয় নাগরিক। খবর২৪ঘন্টা/এবি

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST