1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
দেনায় ডুবে প্রিয়াঙ্কা চোপড়ার হবু শ্বশুর - খবর ২৪ ঘণ্টা
শুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ০১:৫৮ অপরাহ্ন

দেনায় ডুবে প্রিয়াঙ্কা চোপড়ার হবু শ্বশুর

  • প্রকাশের সময় : রবিবার, ২ সেপ্টেম্বর, ২০১৮

খবর২৪ঘণ্টা বিনোদন,ডেস্ক: ছেলে নিক জোনাস পপুলার মার্কিন গায়ক৷ তাঁর বাবা পল জোনাস নাকি দেনায় জর্জরিত৷ বিভিন্ন মিডিয়ায় খবর, প্রাক্তন বিশ্বসুন্দরী প্রিয়াঙ্কা চোপড়ার হবু শ্বশুর পল জোনাসের মাথায় ১ মিলিয়ন ডলার দেনা৷

নিকের বাবার একটি রিয়েল এস্টেট কোম্পানি আছে৷ সেই কোম্পানির দেনা এখন ১মিলিয়ন মার্কিন ডলার৷ কোম্পানি যে খুব একটা লাভজনক অবস্থাতে নেই এতেই পরিস্কার৷ জানা গিয়েছে, একটি মামলায় কোম্পানি হেরে যায়৷ তখন আদালত পল জোনাসের কোম্পানিকে ২৬৮০০০ ডলার ক্ষতিপূরণ দিতে বলে৷ মার্কিন মিডিয়া সূত্রে খবর, এই অবস্থা কাটিয়ে ওঠার জন্য নিউ জার্সিতে কোম্পানির সম্পত্তি বিক্রি করার কথা ভাবছেন পল৷

ছবি: ট্যুইটারের সৌজন্যেএই কোম্পানিতে নিকের অংশ ছিল৷ ২০১৩ সালে নিক ব্রাদাররা আলাদা হওয়ার আগে এই কোম্পানি মারফত তাদের গানের রেকর্ড বিক্রি করেছে৷ পরে তারা আলাদা হয়ে যায়৷ এবং প্রত্যেকে স্ব স্ব ক্ষেত্রে এখন প্রতিষ্ঠিত৷ নিকের বর্তমানে সম্পত্তির পরিমাণ ২৫ মিলিয়ন ডলার৷ সোলো আর্টিষ্ট হিসাবে নিক এত টাকা রোজগার করেছেন৷ এখন তো তিনি হলিউডেও নিজেকে মেলে ধরছেন৷ তাঁর ছবি জুমানজী ব্লকবাস্টার হয়েছে৷

খবর২৪ঘণ্টা.কম/জেএন   

পোস্টটি শেয়ার করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By Khobor24ghonta Team