দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: ‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরেও জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২৫ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে সোমবার দুপুর সাড়ে ৩টা থেকে নানা কর্মসূচি পালন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবরিনা শারমিন এর সভাপতিত্বে, কর্মসূচির অংশ হিসেবে উপজেলা চত্তর থেকে একটি র্যালি বের করা হয়। এরপর উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ এবং পরিষদ মিলনায়তনে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মৎস্য অফিসার তানজিমুল ইসলাম।
এছাড়াও স্থানীয় তিনজন সফল মৎস্যচাষি মাছ চাষের উপরে বক্তব্য রাখেন তারা হলেন, যুগীশো গ্রামের মৎস্যচাষি গোলাম সাকলায়েন, কিসমত তেকাটিয়া গ্রামের শমসের আলী, সমাজ সেবক হিসেবে বক্তব্য রাখেন পানানগর ইউপির সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম।
বক্তারা মৎস্য সম্পদের উন্নয়ন, অভয়াশ্রম গড়ে তোলার প্রয়োজনীয়তা এবং দেশি মাছের উৎপাদন বাড়িয়ে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব আরোপ করেন। একই সঙ্গে জাতীয় অর্থনীতিতে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ অবদানও তুলে ধরা হয়। পরে মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় সফল চাষিদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সাহানা পারভীন লাবনী, উপজেলা প্রকৌশলী মাসুক-ই-মোহাম্মাদ, উপজেলা সমাজসেবা অফিসার আ.ন.ম রাকিবুল ইউসুফ, উপজেলা সমবায় অফিসার আজগর আলীসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, মৎস্যজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।