নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুর উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা-কর্মচারী, সেবাগ্রহীতা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার এর পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন এর সভাপতিত্বে পরিচিত ও মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আফিয়া আখতার।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে জেলা প্রশাসক আফিয়া আখতারকে ফুল দিয়ে বরণ করা হয়। এর পরে উপজেলা পরিষদের ক্ষণিকালয় ওয়েটিং রুমের উদ্বোধন করেন জেলা প্রশাসক।
এসময়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা: যোবায়ের হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো: আনিসুর রহমান, দুর্গাপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো:সুমন চৌধুরী, রাজশাহী জেলা সহকারি কমিশনার জাফর আহম্মদ, সহকারি কমিশনার ইয়াছিন মিয়া, সহকারি কমিশনার নুরুল আবছার সবুজ, সহকারি কমিশনার প্রিতম চক্রবর্তী, সহকারি কমিশনার ফাবলিহা আনবার, দুর্গাপুর থানার সেকেন্ড অফিসার (এসআই) ইব্রাহিম হোসেন।
এছাড়াও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুহুল আমিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল আলম, প্রানি সম্পদ অফিসার ডাঃ জান্নাতুল ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা সাহানা পারভীন লাবনী, দারিদ্র্য বিমোচন কর্মকর্তার নজরুল ইসলাম, রাজশাহী জেলা জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মো: নুরুজ্জামান লিটন, উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব জোবায়েদ হোসেন,বিএনপি নেতা, আশরাফুল কবির বুলু,পৌর বিএনপির সাবেক সভাপতি আব্দুল আজিজ মন্ডল, সাবেক সাধারন সম্পাদক, রফিকুল ইসলাম রফিকসহ উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ব্যাংক ও এনজিও প্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আসাদুজ্জামান।
বিএ..