1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
দুর্নীতির দায়ে বাগমারা পল্লী বিদ্যুতের ডিজিএমসহ ৬ কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১১:২ অপরাহ্ন

দুর্নীতির দায়ে বাগমারা পল্লী বিদ্যুতের ডিজিএমসহ ৬ কর্মকর্তা স্ট্যান্ড রিলিজ

  • প্রকাশের সময় : শনিবার, ১৭ আগস্ট, ২০১৯

বাগমারা প্রতিনিধি:
অনিয়ম দুর্নীতি ও দায়িত্ব কর্তব্য পালনে গাফিলতি ও অবহেলার অভিযোগে নাটোর পল্লী বিদ্যুত সমিতি-১ বাগমারা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) রেজাউল করিমসহ ৬ কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। স্ট্যান্ড রিলিজের বিষয়টি নিশ্চিত করেছেন, নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার সোহরাব হোসেন। স্ট্যান্ড রিলিজ হওয়া অন্যান্য কর্মকর্তারা হলেন, একই অফিসের এজিএম (কম) রবীন্দ্র বসাক, জুনিয়র প্রকৌশলী লুৎফর রহমান, মারফত আলী সহ দুই লাইনম্যান রয়েছেন। নাটোর পল্লী বিদ্যুত সমিতি-১ এর জেনারেল ম্যানেজার মোঃ সোহরাব হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি আদেশ গতকাল শনিবার বাগমারা পল্লী বিদ্যুত কার্যালয়ে পৌঁছালে ব্যাপক

চাঞ্চল্যের সৃষ্টি হয়। চলতি মাসের ৪ আগস্ট বাগমারা হটাৎপাড়া গ্রামের তিনটি বাড়িতে বিদ্যুত সংযোগ দিতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়ে পল্লী বিদ্যুতের কর্মী রিয়াজ উদ্দিন (৫২) মৃত্যুবরন করেন । মৃত্যুর ঘটনায় বাগমারা জোনের পল্লী বিদ্যুত কর্তৃপক্ষের ওপর স্থানীয় জনগনের ক্ষোভ বাড়তে থাকে। নিহত রিয়াজ উদ্দিনের মৃত্যুর তিন দিন পর নাটোর পল্লী বিদ্যুত সমিতি-১ এর বাগমারা জোনাল কার্যালয়ের ডিজিএম মোঃ রেজাউল করিম স্থানীয় সাংবাদিকদের কাছে প্রতিবাদ পাঠিয়ে দাবি করেন, নিহত রিয়াজ উদ্দিন

তাদের কোন কর্মী ছিল না। দুর্ঘটনার দিন তিনি বলেছিলেন, রিয়াজ উদ্দিন ছিলেন তাদের নিয়মিত কর্মী। নিজের অনিয়ম দুর্নীতি ও কর্তব্যে অবহেলার বিষয়টি ধামাচাপা দিতে গিয়ে নিজের জালেই আটকে যান তিনি। ওই ঘটনার তিন দিনের মাথায় নাটোর পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার এর নেতুত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পাঁচ কর্মবিবসের মধ্যে তদন্তকারী দলকে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ দেন। তদন্তকারী দল তদন্ত শেষে বাগমারা জোনাল অফিসের ডিজিএম সহ অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব কর্তব্য পালনে গাফিলতি, অবহেলা ও দুর্নীতির বিষয়ে প্রতিবেদন দাখিল করেন । ওই প্রতিবেদনের আলোকে তাদের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা নেয়া হয় বলে জানা যায়।

কোন কর্মী ছিল না। দুর্ঘটনার দিন তিনি বলেছিলেন, রিয়াজ উদ্দিন ছিলেন তাদের নিয়মিত কর্মী। নিজের অনিয়ম দুর্নীতি ও কর্তব্যে অবহেলার বিষয়টি ধামাচাপা দিতে গিয়ে নিজের জালেই আটকে যান তিনি। ওই ঘটনার তিন দিনের মাথায় নাটোর পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার এর নেতুত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। পাঁচ কর্মবিবসের মধ্যে তদন্তকারী দলকে ঘটনা তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য নির্দেশ দেন। তদন্তকারী দল তদন্ত শেষে বাগমারা জোনাল অফিসের ডিজিএম সহ অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব কর্তব্য পালনে গাফিলতি, অবহেলা ও দুর্নীতির বিষয়ে প্রতিবেদন দাখিল করেন । ওই প্রতিবেদনের আলোকে তাদের বিরুদ্ধে শান্তিমূলক ব্যবস্থা নেয়া হয় বলে জানা যায়।

নাটোর পল্লী বিদ্যুত সমিতির জেনারেল ম্যানেজার মো: সোহরাব হোসেন জানান, ওই দিনের ঘটনায় নিহত রিয়াজ উদ্দিন দীর্ঘদিন পূর্বে পল্লী বিদ্যুতের বাগমারা জোনাল অফিসের দৈনিক মজুরী ভিত্তিতে (খন্ডকালীন লেবার) কাজ করত। সে সড়ক দূর্ঘটরায় পুঙ্গত্ব বরণ করলে তাকে পল্লী বিদ্যুত থেকে অব্যহতি দেওয়া হয়। তার পর অফিসের কিছু অসাধু কর্মকর্তাদের যোগসাজসে গোপনে বাড়িতে মিটার স্থাপন করে বিদ্যুত সংযোগ দিতে গিয়ে তার মৃত্যু হয়। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরই তাদেরকে তাৎক্ষনিক বদলী(স্ট্যান্ড রিলিজ) করা হয়েছে। একই সাথে তাদের রিরুদ্ধে একটি তদন্ত প্রতিবেদন পল্লী বিদ্যুতের প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। প্রতিবেদনের আলোকে তাদের বিরুদ্ধে পরবর্তীতে বিভাগীয় শাস্তি মূলক ব্যবস্থা গ্রহন করা হবে বলে তিনি জানিয়েছেন।

আর/এস

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST