দুর্গাপুর (রাজশাহী) প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে ঔষধ ভেবে টয়লেট ক্লিনার (হারপিক) পান করে ষাটোর্ধ বয়সী মোতাহারা বেগম নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) রাতে চিকিৎসাধীন অবস্থায় রামেক হাসপাতালে বৃদ্ধার মৃত্যু হয়।
এর আগে গত ১৩ সেপ্টেম্বর ওই বৃদ্ধা ঔষুধ ভেবে হারপিক পান করেন। নিহত বৃদ্ধা মোতাহারার বাড়ি উপজেলার ঝালুকা ইউনিয়নের কাঁঠালবাড়িয়া গ্রামে। সে মৃত জিন্নাত আলীর স্ত্রী।
স্থানীয়রা জানায়, নিহত মোতাহারা বেগমের কোন ছেলে সন্তান না থাকায় মেয়ের বাড়িতে থাকতেন। বৃদ্ধা নানান রোগে আক্রান্ত ছিলেন। তিনি চোখে ভালো দেখতে পেতেন না। এমতাবস্থায় অগোচরে টয়লেট পরিষ্কারের জন্য ব্যবহৃত হারপিক ঔষুধ ভেবে পান করেন। এরপর যন্ত্রণায় ছটফট করলে তার মেয়ের চিৎকারে এলাকাবাসী ও পরিবারের লোকজন উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য নিযে যায। বুধবার রাতে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
এবিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি)
আতিকুল ইসলাম জানান, টয়লেট ক্লিনার খেয়ে বৃদ্ধার মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রয়েছে।
ন/জ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।