দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট পয়েন্টে দুই দিনে ৯ জনের নমুনা পরীক্ষায় ৭ জনের জনের দেহে প্রাণঘাতি করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।
এ নিয়ে উপজেলায় মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৬২৫জন। মারা গেছেন দুই জন। আর চিকিৎসাধীন রয়েছে ১৩জন। উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরওম) ডা. মেহেদী হাসান সোহাগ এ তথ্য নিশ্চিত করেছেন।
ডা. মেহেদী বলেন, করোনা বৃদ্ধির কারণে দ্রুত করোনা পরীক্ষা করা হচ্ছে। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট পরীক্ষার স্পটেই রোগীদের পরীক্ষার ফলাফল হাতে দেওয়া হচ্ছে। তিনি বলেন, গতকাল সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট পয়েন্টে ৫জনের নমুনা পরীক্ষায় ৩জনের পজিটিভ হয়। এরা হলো- রৈপাড়া গ্রামের পারভীন, দুর্গাপুর সদর এলাকার নার্গিস ও জহুরুল ইসলাম, আগের দিন রোববার চার জনের নমুনা পরীক্ষায় সবাই পজিটিভ হয়। তাঁরা হলেন, দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স সাবিনা ইয়াসমিন, কাঁচুপাড়া গ্রামের জসিমুদ্দিন, বরিদবাশাইল গ্রামের কান্তা, মহিপাড়া গ্রামের ফজেল আলী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) সোহেল রানা বলেন, করোনা সংক্রমণ বৃদ্ধি পেয়েছে। প্রাণঘাতি করোনায় থেকে রক্ষায় সবাইকে সচেতন থাকতে হবে। এই সংকটকালে সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার অনুরোধ করেন ইউএনও।
বিএ/