নিজস্ব প্রতিবেদক : মাদক ট্যাপেন্টাডল নামক ট্যাবলেটসহ মো.সোহানুর রহমান সোহান (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে রাজশাহীর দুর্গাপুর থানা পুলিশ। গত রোববার (২০ এপ্রিল) দিবাগত-রাতে উপজেলার দুর্গাপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার সোহান উপজেলার কালিদহ (পশিচমপাড়া) আলমগীর হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুরুল হোদা। ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ যুবককে মাদকসহ গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে ৬০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। সোমবার দুপুরে গ্রেফতারকৃত ওই যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
বিএ..