দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে ৩ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় মজিবর কারিগর (৭০) নামের এক বৃদ্ধকে আটক করেছেন এলাকাবাসী। পরে থানা পুলিশকে খবর দিলে ধর্ষক মজিবরকে আটক করে থানায় নিয়ে আসে। তিনি উপজেলার কিশমত বগুড়া গ্রামের লিদু কারিগরের ছেলে। শনিবার সকালে উপজেলার কিসমত গণকৈড় ইউপি’র তেকাটিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি ধর্ষণ চেষ্টার মামলা হয়েছে।
প্রত্যাক্ষদর্শি আখতারুন্নেছা জানান, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে শিশুটি তার বাড়ির সামনে খেলা করছিলো। এসময় তার বাড়ির সামনে দিয়ে মজিবর নামের ওই বৃদ্ধা
যাচ্ছিলেন। রাস্তা থেকে শিশুটিকে নিয়ে আখতারুন্নেছার বাড়ির পিছনে খড়ের একটি ঘরে নিয়ে যায়। সেখানে শিশুটিকে ধর্ষনের চেষ্ঠা নিলে আখতারুন্নেছা চিৎকার শুনতে পায়। এসময় সে গিয়ে দেখে শিশুকে মাটিতে শুইয়ে দেয়া অবস্থায় দেখতে পান। পরে আখতারুন্নেছার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ধর্ষককে আটক করে। পরে থানা
পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে মজিবরকে আটক করে থানায় নিয়ে আসে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রেজা বলেন, শনিবার সকালে শিশু শ্লীলতাহানির অভিযোগে এক বৃদ্ধকে স্থানীয়রা আটক করে। পরে থানার পুলিশ ঘটনাস্থল মজিবর কারিগরকে আটক করে থানায় নিয়ে আসে। এদিকে, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) আবুল কালাম শাহিদ ঘটনাস্থল পরির্দশন করেন।
খবর২৪ঘণ্টা, জেএন