দুর্গাপুর(রাজশাহী) প্রতিনিধি : রাজশাহী দুর্গাপুরে ২৭৮ লিটার দেশীয় চোলাইমদসহ মা-ছেলেকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (৩০ এপ্রিল) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে। এর আগে মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার কুহাড় শাহাজিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার কুহাড় গ্রামের রিয়াজুলের ছেলে সম্রাট (২২) ও তার স্ত্রী জাহানারা (৪৮)।
জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দিবাগত রাতে থানার ওসি দুরুল হোদার দিকনির্দেশনায় কুহাড় এলাকায় তাদের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় বিপুল পরিমান দেশীয় চোলাইমদ ও মদ তৈরীর উপকরণসহ গ্রেপ্তার করা হয়।
এব্যাপারে, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ ওসি
দুরুল হোদা বলেন, থানা পুলিশের অভিযানে ২৭৮ লিটার দেশীয় চোলাই মদসহ স্বত মা ও ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি বলেন, মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযানে অব্যাহত থাকবে।
বিএ..