রাজশাহীর দুর্গাপুরে ১১০ বোতল ফেনসিডিল-সহ মোঃ স্বাধীন হোসেন (২৪) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৫।
শুক্রবার (৫ জানুয়ারী) রাত সোয়া ৯টায় দিকে রাজশাহীর দুর্গাপুর উপজেলার ফলিয়ারবিল ব্রীজের উপর থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১১০ বোতল আমদানী নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারী মোঃ স্বাধীন হোসেন (২৪), সে উপজেলার চকজয়নগর (জয়নগর) গ্রামের মোঃ লালবর রহমানের ছেলে। এ সময় অপর দুই মাদক কারবারী পালিয়ে যায়।
পলাতক আসামীরা হলো, মোঃ নবাব সরকার (৩৩), সে উপজেলার বাজুখলসী (কানপাড়া) গ্রামের মোঃ বজলু সরকারের ছেলে ও একই গ্রামের মোঃ আবুল হোসেনের ছেলে মোঃ মুকুল (৩৫)।
শনিবার ৬ (জানুয়ারী) র্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
পরে গ্রেফতারকৃত এবং পলাতক আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। শনিবার সকালে গ্রেপ্তারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানায় র্যাব।
বিএ…