রাজশাহীর দুর্গাপুরে পৌর সদর সিংগা বাজারে স্বর্ণকার পল্লির সুদিপ জুয়েলারীতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে সুদিপ জুয়েলারীর পিছন দিয়ে সাটার কেটে রুপা ও সোনার গহনা নিয়ে যায় চোরেরা। ওই ঘটনায় জুয়েলারীর মালিক প্রদীপ কর্মকার থানায় অভিযোগ করছেন। মঙ্গলবার বেলা ১২টার দিকে থানার অফিসার ইনচার্জ ওসি হাশমত আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
জুয়েলারীর মালিক প্রদীপ কর্মকার বলেন, চোরেরা আমার দোকানের পিছনের সার্টার কেটে ঘরে ভিতরে প্রবেশ করে। পরে তাঁরা দোকান থেকে ৬০ভরি রুপা ও ৪ আনা সোনা নিয়ে যায়। তিনি আরও বলেন, যেখানে স্বর্ণ রাখা ছিল সম্ভবত সেই জায়গাটি তাঁরা বুঝতে পারেন নি। কিন্তু রুপা গহনা গুলো নিয়ে গেছে। মঙ্গলবার সকালে দোকানের ভিতরে প্রবেশ করতেই দেখি পিছনের সাটারের তালা ভেঙে ফেলে চোরেরা রুপা ও স্বর্ণের নিয়ে গেছে।
থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী বলেন, দুপুরে আমি নিজেই ঘটনাস্থল দেখে এসেছি। এ বিষয়ে জুয়েলারী মালিক প্রদীপ কর্মকার অভিযোগ দিয়েছেন। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
এস/আর