দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে এক স্কুলছাত্রীকে পুকুরপাড়ে নিয়ে গিয়ে ধর্ষনের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ওই ঘটনায় স্কুলছাত্রীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। এদিকে মামলার পর অভিযুক্ত সোহানকে (২৬) গ্রেপ্তার করেছে থানার পুলিশ। সে উপজেলার যুগিশো গ্রামের আশকর আলীর পুত্র। দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কনা জানান, আটক সোহান প্রেমের ফাদে ফেলে গত বুধবার বিকেল ৫টার দিকে ওই স্কুলছাত্রীকে মোবাইল ফোনে ডেকে আঙরার বিলের এক পুকুর
পাড়ে নিয়ে যায়। এ সময় তাকে জোরপূর্বক ধর্ষনের চেষ্টা করে। এতে স্কুলছাত্রী চিৎকার দিলে আশেপাশের লোক ছুটে আসায় সোহান পালিয়ে যায়। এরপর ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে থানায় ধর্ষণ চেষ্টার মামলা দায়েরর করেন। এদিকে, মামলার থানার পুলিশ অভিযুক্ত সোহানকে গ্রেপ্তার করেছে। শনিবার দুপুরে তাকে জেলহাজাতে প্রেরণ করা হয়েছে।
আর/এস