দীর্ঘ পঞ্চাশ বছর অতিক্রম করায় দুর্গাপুর উপজেলার আমগাছী সাহার বানু উচ্চ বিদ্যালয়ে সুবর্ণ জয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার পুরো দিন ব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এর মধ্যে আলোচনা সভা, প্রাক্তণ শিক্ষার্থীদের মিলন মেলা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৫ দুর্গাপুর পুঠিয়া আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান এমপি। এতে সভাপতিত্ব করেন সাহার বানু উচ্চ বিদ্যালয়ের সভাপতি আশরাফুল ইসলাম খসরু।
অনুষ্ঠানে আমগাছী সাহার বানু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল ইসলাম হাবিবের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব, ওই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ঢাকা বঙ্গবন্ধু মেরিটিয়াল ইউনিভার্সিটির শিক্ষক ড. মঞ্জুর হাসান, কৃষি উন্নয়ন ব্যাংকের সিনিয়র অফিসার আব্দুল গফুর, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাংবাদিক রফিকুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশমত আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি কবিরুল ইসলাম আনিস, ঝালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহার আলী মন্ডল,মুক্তিযোদ্ধা জনাব আলী মাষ্টার।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য আমিনুল হক টুলু, যুবলীগের সাধারণ সম্পাদক ছালিমুদ্দিন, পৌর যুবলীগের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক আবুল বাশার, ঝালুকা ইউনিয়ন যুবলীগের সভাপতি ইমরান আলী উপস্থিত ছিলেন।
বিএ/