দুর্গাপুর প্রতিনিধি:
রাজশাহী দুর্গাপুরে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজার মন্ডপ পরিদর্শন ও কুশোল বিনিময় করেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য আব্দুল ওয়াদুদ দারা। মঙ্গলবার উপজেলার ২২টি পূজা মন্ডপের সনাতন ধর্মাবলম্বীদের সাথে ধর্মীয় উৎসবের কুশোল বিনিময় করেন। এ সময় এমপি দারা বলেন, হিন্দুরা অতি সাধারন ভাবে জীবন যাপন করেন। কিন্তু তাদের ধর্মীয় উৎসব আয়োজনে সাধারন নয়। কারন উপজেলার ২২টি পূজা মন্ডপ ঘুরে তা বুঝা যায়। প্রতিটি পূজা মন্ডপের প্রতিমা গুলো সুন্দর ও মানসম্মত ভাবে তৈরি করা হয়েছে। আরো উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী খলিলুর রহমান, দাউকান্দি সরকারি ডিগ্রী কলেজের অধ্যাক্ষ মোজাম্মেল হক, বাংলাদেশ পূজা
উৎযাপন পরিষদ কমিটির দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারমান বিনয় সরকার,উপজেলা আ,লীগের সহসভাপতি একেএম সামশুল ইসলাম,সাবেক উপজেলা আ,লীগের যুগ্ম সম্পাদক আবু ওবাইদা মাসুম,দুর্গাপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজাহার আলী, দুর্গাপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোত্তালেব, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন, সাধারন সম্পাদক শরিফুজ্জামান শরিফ,সাবেক যুবলীগের সভাপতি শাহাদৎ হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম মিঠু, জেলা পূজা উযাপন পরিষদের সাধারন সম্পাদক প্রদুৎ কুমার, জয়নগর ইউনিয়ন আ,লীগের সভাপতি মকসেদ আলী, সাধারন সম্পাদক জালাল উদ্দীন প্রমূখ।
খবর ২৪ঘণ্টা/এমকে