নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুরে ছাত্রলীগ ও আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে জাতীয়তাবাদী শ্রমিকদল।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে দুর্গাপুর উপজেলা ও পৌর শ্রমিকদলের আয়োজনে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিলটি সিংগা হাট মাঠ হতে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। পরে হাট মাঠে এসে সংক্ষিপ্ত পথসভার আয়োজন করা হয়। এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, দুর্গাপুর উপজেলা শ্রমিক দলের আহবায়ক মোহাম্মদ আলাউদ্দিন সদস্য সচিব মোহাম্মদ মনসুর, পৌর শ্রমিক দলের সদস্য সচিব মোহাম্মদ রিপন সিনিয়র যুগ্ন আহবায়ক রুহুল আমিন খান,যুবদলের সাবেক সভাপতি নাহিদুল হক বিদায়,পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান,জেলা যুবদলের অন্যতম সদস্য মোহাম্মদ মাসুম মোহাম্মদ মিনহাজ সরকার,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ জিলহাজ,রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ মিলন,জেলা ছাত্রদলের সদস্য পলাশ, তাঁতি দলের আহ্বায়ক মোহাম্মদ মাসুদ রানা,পৌর যুবদল নেতা মোহাম্মদ টুটুল, যুবদল নেতা মোহাম্মদ রেজাউল করিম,বাপ্পি, সুজন,মিঠুন,ছাত্রদলের পৌর সদস্য সচিব সাকিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সোহাগ আলী প্রমুখ।
সভায় বক্তারা বলেন, গত ১৫ বছর সৈরাচার হাসিনা দেশের জনগণকে জিম্মি করে রেখেছিল। ছাত্র-জনতা নিজেদের জীবন বাজি রেখে এবং তাদের সহপাঠিদের জীবনের বিনিময়ে বিজয় এনে দিয়েছে। তাদের রক্তের বিনিময়ে অর্জিত এ বিজয় আমাদের ধরে রাখতে হবে। বক্তারা আওয়ালীগকে নিষিদ্ধ ও শেখ হাসিনার নির্দেশে ছাত্র জনতার আন্দোলনে নিহত প্রত্যেকটি হত্যার ঘটনায় ফাঁসির মাধ্যমে বিচার দাবী করেন।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন পৌর শ্রমিক দলের আহ্বায়ক মো: আবু কালাম।
বিএ..