দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে শত্রু মুক্ত দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে উপজেলা চত্বর হতে র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুল গনি বখারি,উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব, মহিলা ভাইস চেয়ারম্যান
বানেছা বেগম, মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের সদস্য আব্দুল মান্নান ফিরোজ, জেলা মুক্তিযোদ্ধা বিষয়ক সাবেক সম্পাদক আ,ও,ম নুরুল আলম হিরু মাষ্টার, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ খুরশিদা বানু কণাসহ উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও উপজেলার বিভিন্ন মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
আর/এস