
দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহী দুর্গাপুরে মোটরসাইকেল কিনে না দেওয়ায় পিতার ওপরে অভিমান করে কলেজ ছাত্র হাসিবুল হাসান শান্ত (২২) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে উপজেলার চৌপুকুরিয়া গ্রামে। সে ওই গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। হাসিবুল হাসান শান্ত নাটোর সিরাজ উদদৌলা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র। স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, হাসিবুল হাসান শান্ত তার বাবার কাছ থেকে বেশ কিছুদিন আগ থেকে একটি মোটরসাইকেল কিনে চেয়ে আসছিলেন। তার বাবা সেই মোটরসাইকেল কিনে দিতে না পারায় বাবার ওপরে অভিমান করে থাকে। এক পর্যায়ে শান্ত সোমবার
বিকেল সাড়ে ৪টার সময় সবার অজান্তে নিজ কক্ষে আড়ার সাথে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে তাঁর পরিবারের সদস্যরা জানতে পেয়ে শান্তর ঘরের দরজা ভেঙ্গে ঝুলন্ত অবস্থায় রশি কেটে তার মরদেহ উদ্ধার করে। এদিকে দুর্গাপুর থানা পুলিশ খবর পেয়ে সন্ধ্যায় ঘটনাস্থল পরিদর্শনে যান। এবিষয়ে সন্ধ্যা ৭টায় দুর্গাপুর থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা হাশমত আলীর সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আমরা ঘটনাস্থলে আছি, এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।