দুর্গাপুরে মহান বিজয় দিবস উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দিয়েছে উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার(১৬ই ডিসেম্বর) বেলা ১২টার সময় উপজেলা চত্বরে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, রাজশাহীর-৫ দুর্গাপুর পুঠিয়া আসনের সংসদ সদস্য প্রফেসর ডা. মনসুর রহমান। অনুষ্ঠানে উপজেলার ৭২জন মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল রানা এতে সভাপত্বি করেন।
বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, নারী ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব মোল্লা। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল কাদির, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাশমত আলী প্রমুখ।
বিএ/