দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
আটককৃত মাদক ব্যবসায়ী মাইনুল (৩৫) নামুদরখালী কাবাড়িপাড়া গ্রামের আব্দুস সালাম এর ছেলে। গত শনিবার দিবাগত রাতে উপজেলার নামাদুরখালী গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারি ও পরোয়ানাভুক্ত আসামি মাইনুলকে বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয় । সেই মামলার পরোয়ানাভুক্ত আসামি ছিল তিনি ।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হোদা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মাদকের ওয়ারেন্টভুক্ত মাইনুলকে গ্রেপ্তার করা হয়। রবিবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেন তিনি।
বিএ..