দুর্গাপুর প্রতিনিধি
রাজশাহী দুর্গাপুরে ভূমি সেবা সপ্তাহ উদ্যাপিত হয়েছে। এই সেবা সপ্তাহ উপলক্ষ্যে নানা কর্মসূচি পালনা করা হয়েছে। বুধবার সকালে উপজেলা প্রশাসন ও ভূমি অফিসের আয়োজনে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) (অঃ দাঃ) লিটন সরকার। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও
পরিবাবর পরিকল্পনা কর্মকর্তা দেওয়ান নাজমুল আলম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেলাল হোসাইন, শিক্ষা কর্মকর্তা নাজমুল হক,মহিলা বিষয়ক কর্মকর্তা বন্দনা শাহ, সিংগা হাট ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা নায়েব গোলাম এজাজ, দেবীপুর ইউনিয়ন ভূমি অফিসের সহকারী কর্মকর্তা নায়েব আব্দুল ওয়াহেদ,লক্ষণখলসী ইউনিয়ন ভূমি অফিসারে সহকারী কর্মকর্তা নায়েব ওহিদুল ইসলাম প্রমুখ।