দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর দূর্গাপুর উপজেলায় বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক-এর অগ্নি প্রকল্পের সার্ভিস ম্যাপিং ও শেয়ারিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহায়তায় ব্র্যাক এর অগ্নি- অ্যাওয়ারনেস, অ্যাকশান অ্যান্ড অ্যাডভোকেসি ফর জেন্ডার ইকুয়্যাল ও সেইফ স্পেস ফর উইমেন্স অ্যান্ড গার্লস’ প্রকল্পের অধীনে এ শেয়ারিং সভার আয়োজন করে।
উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, দূর্গাপুর উপজেলা, রাজশাহী । এছাড়াও সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা কর্ম কর্তা আ,ন,ম রাকিবুল ইউসুফ উপজেলামাধ্যমিকশিক্ষা কর্ম কর্তা দুলাল আলম, আনসার ভিডিপি কর্মকর্তা সেলিনা পারভীন, এরিয়া ম্যানেজার আশরাফুজ্জামান (ব্র্যাক এরিয়া অফিস দূর্গাপুর) মহিলা বিষয়ক কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, CSO মেম্বার, যৌন হয়রানি প্রতিরোধ কমিটির সভাপতি, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, শিক্ষার্থী ও সাংবাদিক। সভা পরিচালনা ছিলেন মিজানুর রহমান পারভেজ প্রকল্প কর্মকর্তা (ব্র্যাক- অগ্নি) প্রক্ল্পের সার্বিক চিএ তুলে ধরেন, ইজাজ আহমেদ চৌধুরী, টেকনিক্যাল ম্যানেজার (ব্র্যাক-অগ্নি)। সার্বিক সহযোগিতায় রেশমা খাতুন ও শামিমা খাতুন, স্বেচ্ছাসেবক দূর্গাপুর উপজেলা (ব্র্যাক-অগ্নি) প্রমুখ।
বিএ..