দুর্গাপুরে বীর মুক্তিযোদ্ধা জনাব আলীর মৃত্যু, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর উপজেলার ঝালুকা গ্রামের বীর মুক্তিযোদ্ধা জনাব আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি….রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৬৮ বছর।
রোববার (২৯ জানুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে রাজশাহী মিশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তিনি ফুসফুসে আক্রান্ত ছিলেন এবং নানা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
রোববার বিকেলে গ্রামের বাড়ি ঝালুকা গ্রামে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে বীর মুক্তিযোদ্ধা জনাব আলীকে দাফন করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল রানা, থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হক সহ এলাকার মুক্তিযোদ্ধা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।