1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুরে বিষপানে মা-মেয়ের আত্মহত্যা - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ১২ জানয়ারী ২০২৫, ০৯:০ অপরাহ্ন

দুর্গাপুরে বিষপানে মা-মেয়ের আত্মহত্যা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : শারীরিক অসুস্থতা আর সংসারে অভাব-অনটন সইতে না পেরে প্রথমে মা ঝর্ণা বেগম (৩০) বিষপান করেন ও পরে মেয়ে সানজিদা খাতুনকে (১৩) বিষপান করান মা। চিকিৎসাধীন অবস্থায় গত রোববার (১৩ অক্টোবর) রামেক হাসপাতালে মেয়ে সানজিদার মৃত্যু হওয়ার পরেরদিন সোমবার মৃত্যুর কোলে ঢলে পড়েন মা ঝর্ণা বেগমও । এমন হৃদয় বিদারক মা-মেয়ের বিষপানে আত্মহত্যার ঘটনাটি ঘটে রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেলুয়াবাড় ইউপির বখতিয়ারপুর গ্রামে।

জানা গেছে, উপজেলার বখতিয়ারপুর গ্রামের ভ্যানচালক আসাদুল ইসলামের সংসারে অভাব-অনটনের পাশাপাশি তার স্ত্রী ঝর্ণা বেগম লিভার জনিত ও মেয়ে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত হয়ে বিনা চিকিৎসায় দিনাতিপাত করছিলেন। চিকিৎসার খরচ যোগান দিতে বিভিন্ন এনজিও থেকে ঋণ তুলে তা পরিশোধ করতে পারেননি। এমন দুরবস্থা সহ্য করতে না পেরে গত শনিবার রাতে মা ঝর্ণা বেগম ঘাস পোড়ানো বালাইনাশক খাওয়ার পরে মেয়েকে দুধের সাথে মিশিয়ে বিষপান করান। পাশের ঘরে থেকে বাবা আসাদুল বিষয়টি টের পেয়ে উদ্ধার করে প্রথমে দুর্গাপুর উপজেলা হাসপাতালে পরে অবস্থার বেগতিক দেখে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় প্রথমে মা ও পরে মেয়ের মৃত্যু হয়।

এবিষয়ে দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) দুরুল হুদা জানান, বিষপানে মা-মেয়ের আত্মহত্যার ঘটনা ঘটেছে। এঘটনায় পৃথক (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে আর্থিক অনটন ও চিকিৎসা ব্যয় বহন করতে না পেরে অবশেষে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

বিএ…

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST