দুর্গাপুর প্রতিনিধি:
দুর্গাপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মোসলেম উদ্দিন প্রামানিক (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। কৃষক মোসলেম উপজেলার পানানগর ইউনিয়নের তেবিলা গ্রামের মৃত নাজিম উদ্দিন প্রামানিকের ছেলে। রোববার দুপুরে মোটর পাম্পের সাহায্যে পান বরজে সেচ দিতে গেলে বৈদ্যুতিক তারের লুজ কানেকশন থেকে এ ঘটনা ঘটে।পরিবারের বরাত দিয়ে স্থানীয় ইউপি সদস্য হাবিবুর রহমান জানান, রোববার দুপুরে কৃষক মোসলেম মোটর পাম্পের সাহায্যে পান বরজে সেচ দিচ্ছিলেন। এ সময় বৈদ্যুতিক তারে লুজ কানেকশন থাকায়
বিদ্যুস্পট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান। সন্ধ্যায় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে কৃষক মোসলেমকে দাফন করা হয়েছে। জানাযায় উপস্থিত ছিলেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়া) আসনের সংসদ সদস্য প্রফেসর ডা মনসুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
খবর ২৪ ঘণ্টা/আর