দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি: দুর্গাপুরের আমগাছী সাহারবানু উচ্চ বিদ্যালয়ে বিদায়-বরন, বার্ষিক ক্রীড়া, কৃতি শিক্ষার্থী ও শ্রেষ্ঠ অভিভাবক সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উক্ত অনুষ্ঠানে আমগাছী সাহারবানু উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কবিরুল ইসলাম আনিসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, আমগাছী সাহারবানু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল ইসলাম হাবিব।
বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব, রাজনৈতিক বাক্তিত্ব ও সমাজসেবক বদরুল ইসলাম তাপস, আমগাছী সাহারবানু উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আশরাফুল ইসলাম খসরু, বিআরডি চেয়ারম্যান নুরুননবী চাঁদ, ঝালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাহার আলী মন্ডল প্রমুখ।
এস/আর