দুর্গাপুর প্রতিনিধিঃ দুর্গাপুরে বিএনপি’র সতর্কতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার উপজেলা সদর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পদকের অফিস কক্ষে ও গতকাল বুধবার বিকেলে মাড়িয়া ইউনিয়ন বিএনপির আয়োজনে মাড়িয়া স্কুল মাঠে আগামি ৮ ফেব্রূয়ারী বেগম খালেদা জিয়ার মিথ্যা মামলার রায়ের প্রতিবাদে সতর্কতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন নব-নির্বাচিত উপজেলা বিএনপির সভাপতি গোলাম সাকলায়েন, সাধারণ সম্পাদত হাসান ফারুক ইমাম সুমন, সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান লালবু, সাংগঠনিক সম্পাদক হাতেম আলী, গোলাম মাহবুব সরকার, যুগ্ম সম্পাদক মোস্তাক আহমেদ, মাইনুল ইসলাম রঞ্জু,উপজেলা যুবদলের সভাপতি নাহিদুল হক বিদয়, সিনিয়র সহ-সভাপতি জিলহাজ মাহমুদ,পৌর সভাপতি আরমান আলী, উপজেলা স্বেচ্ছাসেব দলেন সভাপতি মিজানুর রহমান, মাড়িয়া ইউনিয়নের ৮ নং ওয়র্ড সদস্য আয়েশ উদ্দিনসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
খবর২৪ঘণ্টা.কম/নজ