নিজস্ব প্রতিবেদক : গরীব, দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে রাজশাহীর দুর্গাপুর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও বিএনপি নেতা জার্জিস হোসেন সোহেল। তিনি সপ্তাহ ব্যাপি শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন। শীতার্ত অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসুন-বিএনপির হাইকমান্ডের এমন আহ্বানে সাড়া দিয়ে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি এ কর্মসুচি পালন করে যাচ্ছেন।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে শহীদ বুদ্ধিজীবী দিবসে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে দুর্গাপুর পৌরসভার দেবিপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণের আয়োজন করা হয়।
বিএনপি নেতা সোহেল বলেন, মানুষের জন্য রাজনীতি করি। তিনি বলেন, বাবা জীবিত থাকাবস্থায় এলাকার জনগণের পাশে ছিলেন। তার অবর্তমানে তিনি তার সেই ধারাবাহিকতা বজায় রাখবেন। মানুষের যে কোনো প্রয়োজনে তার সাধ্যের সবটুকু করবেন। এসময় তার বাবা ও সকল শহিদদের মাগফিরাত কামনা করে তিনি দোয়া চান।
/বিএ