দুর্গাপুরে বজ্রপাতে এক কবিরাজের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ধরমপুর এলাকায় এ ঘটনা ঘটে। বজ্রপাতে নিহত ব্যাক্তির নাম আজমত আলী (৬০)। তিনি ধরমপুর মন্ডল পাড়া গ্রামের মৃত নাদের আলী সরদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, (১৯ জুলাই) মঙ্গলবার সন্ধ্যার পরে হঠাৎ করে আকাশ কালো মেঘে ঢেকে যায়। সেই সাথে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এ সময় আজমত আলী এশার আযান পড়লে নামাজ আদায়ের জন্য ধরমপুর চকপাড়া জামে মসজিদে যায়। পরে তিনি নামাজ আদায় শেষে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বজ্রপাতের ঘটনা ঘটলে তিনি পথেই মারা যান।
আজমত আলী পেশায় একজন কৃষক। তিনি কৃষক হলেও মানুষের গাছ গাছরা দিয়ে বিভিন্ন রোগ সারাতের। যার কারনে তাকে মানুষ আজমত আলী কবিরাজ বলে ডাকতেন। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে বজ্রপানে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল হক।
এবিষয়ে জানতে চাইলে দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সোহেল রানা জানান, বজ্রপাতে নিহতের খবর পেয়েছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া ব্যবস্থা করা হবে।
বিএ/