দুর্গাপুর প্রতিনিধিঃ রাজশাহীর দুর্গাপুর উপজেলার দেবীপুর গ্রামের বজ্রপাতে ডাবলু মণ্ডল (৩৪) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ওই গ্রামের মৃত বদর মণ্ডলের ছেলে।রোববার (০৩ জুন) সকালে এ ঘটনা ঘটে।
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার সাদাত জানান, সকালে বৃষ্টির সময় কৃষক ডাবলু ধানক্ষেতে পানি নিষ্কাশনের কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তিনি ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের পরিবারকে ২০ হাজার টাকার অনুদান দেওয়া হয়।
খবর২৪ঘণ্টা.কম/নজ