জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সুদ মুক্ত ক্ষুদ্রঋণ জাগরনী সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও ক্ষুদ্রঋণ বিতরণ করা হয়েছে।
সোমবার(২০ডিসেম্বর) সকালে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলা সভা কক্ষে আলোচনা সভা ও ক্ষুদ্রঋণ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। উপজেলা সমাজসেবা অফিসার আ.ন.ম রাকিবুল ইউসুফএর সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক হাসিনা মমতাজ, দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসমত আলী প্রমূখ। অনুষ্ঠানে ১৫১ জনের মাঝে সুদ মুক্ত ৩৫ লাখ ৩২হাজার টাকা ক্ষুদ্রঋণ বিদরণ করা হয়।
অনুষ্ঠানে কারিগরিক প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন শামসুন্নাহার চৌধুরী কাকলী।
বিএ/
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।