দুর্গাপুর প্রতিনিধি :
দুর্গাপুরে ২৫লাখ টাকা নিয়ে উধাও হয়েছেন বিধান চন্দ্র পাল নামের এক ফার্নিচার ব্যবসায়ী। তার বাড়ি বরিশাল জেলার মুলাদী উপজেলায়। সে দুর্গাপুর সদরে দীর্ঘ দিনধরে ফার্নিচার ব্যবসা পরিচালনা করতেন। ওই ঘটনায় দুর্গাপুর উপজেলার ভুক্তভোগী লোকজন দিশেহারা হয়ে পড়েছেন। ভুক্তভোগী আসাদুজ্জামান জানান, বরিশাল জেলার মুলাদী উপজেলার বিধান চন্দ্র পাল দুর্গাপুর সদর ফাজিল মাদরাসার গেট সংলগ্ন স্থানে প্রায় ১০বছর ধরে ফার্নিচার ব্যবসা করে আসছিলেন। ফার্নিচার ব্যবসার সুবাদে লোকজনদের সাথে বিধান চর্ন্দের সর্ম্পক গড়ে উঠে।
এতে সোহাগ আলী, নাদিম আলী, হান্নান, বিদ্যুৎ, রেবা রানী মাহাবুব, মান্নান ফিরোজ থেকে ধার ও এনজিও ব্যুরো বাংলাদেশ, উদ্দীপন সংস্থা, দারিদ্র বিমোচন, বিচ সংস্থা, আশা, ব্রাংক সহ বিভিন্ন এনজিও হতে টাকা গ্রহন করেন। এসব ধার টাকা ও এনজিও হতে কিস্তির লোন পরিশোধ না করে গত ২৩আগস্ট রাতের আধারে বিধান চন্দ্র স্ত্রী সহ পালিয়ে যায়। পরে তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোন সন্ধ্যান পাওয়া যায় নি। এতে ভুক্তভোগী পরিবার গুলো দিশেহারা হয়ে পড়েছে।
আর/এস