1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
দুর্গাপুরে প্রধান সড়কের বেহাল দশা লাখো মানুষের দুর্ভোগ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৬:৩৬ পূর্বাহ্ন

দুর্গাপুরে প্রধান সড়কের বেহাল দশা লাখো মানুষের দুর্ভোগ

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ এপ্রিল, ২০১৮
khobor24ghonta.com

দুর্গাপুর প্রতিনিধিঃ দুর্গাপুর উপজেলার প্রধান রাস্তা যেন মরন ফাঁদ, দীর্ঘ এক যুগেও ছোয়া লাগেনি সংস্কারের। ফলে প্রতিদিনের জন্য দুর্ভোগ যেন ছাড়তে চাচ্ছে না হাজার হাজার পথযাত্রীদের। এ যেন অভিভাবকহীনতায় শুণ্যে উড়ছে দেখার কেউ নেই।

জানাগেছে, দুর্গাপুর বাজার হতে জেলা শহরে যাতায়াতের প্রধান সড়ক দুর্গাপুর বাজার থেকে পালী বাজার পর্যন্ত প্রায় ৬ কিলোমিটার রাস্তা মারণ ফাঁদে পরিনতি হয়ে পড়েছে। এ যেন দেখার কেও নেই। প্রতিদিন পথযাত্রীরা ভোগান্তির শিকার হয়ে দোষারোপ করচ্ছেন সংশ্লিষ্ট জনপ্রতিধিকে। এমনকি আঙ্গুল তুলেও কথা বলতে দিধা করচ্ছে না ওইসকল জনপ্রতিনিধির বিরুদ্ধে পথযাত্রীরা। এদিকে রাস্তা খারাপের ওযুহাতে সিএনজি গাড়ীর চালকরা যাত্রীদের কাছ থেকে নিচ্ছে অতিরিক্ত ভাড়া। ফলে প্রতিনিয়ত সমস্যার সৃষ্টির সম্মুখীন হতে হচ্ছে যাত্রীদের।

এছাড়াও রাস্তা খারাপের কারনে একটু ভালমন্দ রাস্তা দেখে পারাপার হতে গিয়ে অনেকেই দুর্ঘটনার শিকার হচ্ছেন। গত ১৫ দিন আগে ওই রাস্তার বিভিন্ন স্থানে নামে মাত্র শুধু মাত্র ইট দিয়ে জোড়া তালি দেওয়া হয়েছে যা যাত্রীদের কোনই উপকারে আসেনি। ওই ভাঙ্গাচুরা রাস্তায় চলাচলকৃত একাধিক যাত্রীরা জানান, জেলা শহরের সাথে যোগাযোগের প্রধান সড়ক হলো দুর্গাপুর থেকে শিবপুর রোড। অথচ দুর্গাপুর থেকে পালিবার পর্যন্ত রাস্তার পিচ উঠে গিয়ে বড়বড় খানা খন্দকের কারনে বোঝার উপায় নেই যে রাস্তাটি পাকা না কাঁচা। এ রাস্তাটি দীর্ঘ প্রায় ১৫-২০ বছরেও উন্নয়নের ছোয়া লাগেনি। খানা খন্দকে পরিনত হওয়া প্রতিদিনের জন্য হাজার হাজার মানুষের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়াও অসুস্থ্য রোগীদের সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয় ওই ভাঙ্গাচুরা রাস্তার কারনে। তারা আরো জানান, গত দেড় বছর আগে শিবপুর থেকে পালীবাজার পর্যন্ত রাস্ত পুর্ননির্মান করা হয়। অথচ পালিবাজার থেকে দুর্গাপুর বাজার পর্যন্ত একই রাস্তা সংস্কারের ছোঁয়া লাগেনি। ফলে এনিয়ে সাধারণ মানুষের মাঝে দেখা দিয়ে নানা ক্ষোভ।

কয়েকজন অটো রিক্সা ও সিএনজি চালক জানান, ভাঙ্গা রাস্তার কারনে যাত্রীদের সময়মত গন্তব্যস্থলে পৌছানো সম্ভব হয় না। ভাঙ্গা রাস্তার ঝাঁকুনির কারেন অনেক যাত্রীদের মাঝায় ও কোমরে ব্যথাসহ শারীরিক সমস্য দেখা দেয়। এছাড়াও বিভিন্ন মালামাল সময়মত হাটবাজারে নিয়ে যেতে না পারায় নায্যমূল্য থেকে বঞ্চিত হতে হচ্ছে ব্যবসায়ী ও চাষিদের। দুর্গাপুর উপজেলাবাসীর প্রানের দাবী অতিদ্রুত দুর্গাপুরের প্রধান রাস্তাটি সংস্কার করা হোক।

খবর২৪ঘণ্টা.কম/নজ 

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST