দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবা ট্যাবলেট, চোলাইমদ ও ওয়ারেন্টি আসামীসহ ১০জনকে গ্রেপ্তার করেছে থানার পুলিশ। বুধবার রাতে তাদের উপজেলার বিভিন্ন এলাকা থেকে মাদকদ্রব্য সহ গ্রেপ্তার করা হয়।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খুরশীদা বানু কনা জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই মাসুদ রানা সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে উপজেলার গগণবাড়ীয়ায় ইটভাটায় অভিযান চালিয়ে শিপন আলী (৩০) আলীম শেখ (১৯), আজমীর শেখ (২৮), মুরাদুল ইসলাম (২৮) কে ২৫পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। এদের মধ্যে ৩জনের বাড়ী সাতক্ষীরা জেলায় ও ১জনের বাড়ী রাজশাহীর পবা উপজেলায়। এরা সবাই ইটভাটার লেবার হিসেবে কাজ করতো। এছাড়াও মাদক সেবনের অপরাধে দুর্গাপুর পৌর এলাকা রৈপাড়া থেকে মাহাবুল (৫২), হোসেন
আলী (২৫), জয়নাল (৩৫), বাজুখলসী গ্রামের আজিজুল (৩৫), পবা উজেলার শিরোলিয়া গ্রামের তুষার ইমরান (২৮) ও চৌবাড়িয়া গ্রামের ওয়ারেন্টি ভুক্ত আসামী টুটুল (৩০) গ্রেপ্তার করে। তাদের মাদকদ্রব্য আইনে মামলা দায়েরপর বৃহস্পতিবার দুপুরে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।
আর/এস
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।