1. abir.rajshahinews@gmail.com : Abir k24 : Abir k24
  2. bulbulob83@gmail.com : bulbul ob : bulbul ob
  3. shihab.shini@gmail.com : Ea Shihab : Ea Shihab
  4. omorfaruk.rc@gmail.com : khobor : khobor 24
  5. k24ghonta@gmail.com : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. omorfaruk.rc@gamail.com : omor faruk : omor faruk
  7. royelkhan700@gmail.com : R khan : R khan
দুর্গাপুরে পায়খানা থেকে মোবাইল তুলতে গিয়ে মা-ছেলের মৃত্যু - খবর ২৪ ঘণ্টা
রবিবার, ২ জানয়ারী ২০২৫, ০৫:২৯ পূর্বাহ্ন

দুর্গাপুরে পায়খানা থেকে মোবাইল তুলতে গিয়ে মা-ছেলের মৃত্যু

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ২৮ মে, ২০২০

দুর্গাপুর প্রতিনিধি: দুর্গাপুর উপজেলায় কাঁচা পায়খানায় পড়ে যাওয়া মোবাইল তুলতে গিয়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কয়ামাজমপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফিরোজা বেগম (৩৬) এবং তার ছেলে রাসেল রানা (১৭)। ছেলেটি এসএসসি পরীক্ষা দিয়েছিল। কয়েকদিন পরই তার ফলাফল বেরোবে। রাসেলের ফোন পড়ে গিয়েছিল পায়খানায়। সেটি তুলতে গিয়ে প্রথমে সে পড়ে গিয়ে মারা যায়। এরপর ছেলেকে উদ্ধার করতে গিয়ে ফিরোজা বেগমও পড়ে গিয়ে মারা যান। স্থানীয়রা জানান, উপজেলার কয়ামাজমপুর উত্তরপাড়া এলাকার আব্দুল কুদ্দুস তাঁর বাড়ির সাথে চা বিক্রি করেন। পড়াশোনার পাশাপাশি তাকে বাবাকে সহযোগিতা করেন তার ছেলে রাসেল রানা (১৬)। তিনি এবারের এসএসসি

পরীক্ষার রেজাল্ট প্রত্যাশী। বৃহস্পতিবার বিকেলে রাসেল রানা তার বাবার দোকানে চা বিক্রি করছিলেন। এ সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রাসেল পায়খানা ফিরতে বাড়িতে আসেন। পরে বাড়ির কাঁচা পায়খানায় গিয়ে তার মোবাইল ফোনটি হাউজের ভিতের পড়ে যায়। এ সময় রাসেল তাঁর ফোনটি উদ্ধারে আবার তাঁর চা’র দোকানে ফিরে আসেন। পরে তিনি দোকান থেকে দু’টি পলিথিন হাতে দিয়ে পায়খানায় গিয়ে স্লাব তুলে মাথা নিচে দিয়ে পড়ে যাওয়া মোবাইল ফোনটি তুলতে লাগে। এ সময় তিনি পড়ে গিয়ে হাউসের গভীর মলের ভিতে তার মাথা চলে যায়। বিষয়টি বুঝতে রাসেলের মা ফিরোজা বেগম তাঁর ছেলেকে পায়খানার ওপর থেকে পড়ে যায়।

এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST