নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর দুর্গাপুর উপজেলায় এক নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৮ মে) সকালে উপজেলার কালীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের শ্রেণীকক্ষ থেকে নৈশ প্রহরীর মহদেহ উদ্ধার করা হয় ।
নিহত নৈশ প্রহরীর নাম মোজাফ্ফর (৫৫)। তিনি উপজেলার সুখানদিঘী গ্রামের মৃত ওহির উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘ ২৪ বছর ধরে ঐ বিদ্যালয়ে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ১৭ মে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মোজাফফর হোসেন প্রতিদিনের মতো বিদ্যালয় পাহারার জন্য যান। রাতে প্রচণ্ড বৃষ্টির কারণে তিনি আর বাড়িতে খাবার খেতে যাননি। পরিবারের ধারণা ছিল, তিনি হয়তো বাজারে খাবার খেয়ে স্কুলে গিয়েছে তাই খোঁজ নেওয়া হয়নি। রোববার সকালে মোজাফফর হোসেন বাড়ি না ফেরায় তার ছেলে মোবাইলে কল করে কোনো সাড়া পায়নি। পরে ছেলে নাইম বিদ্যালয়ে গিয়ে খোঁজাখুঁজি করে কোনো সাড়া না পেয়ে স্কুলের পিয়নকে ডাকেন। একসঙ্গে বিদ্যালয়ের মাঝের কক্ষে ঢুকে দেখে নৈশ প্রহরী মোজাফফর হোসেন চৌকির উপর নিথর মরদেহ পড়ে থাকতে দেখে তাৎক্ষণিকভাবে থানা পুলিশকে খবর দেয়। তবে তার মরদেহের পাশে বিষের বোতল পড়ে ছিল। প্রাথমিকভাবে ধারনা করা যাচ্ছে রাতে বিষ পানে তিনি আত্মহত্যা করেছে।
দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ ওসি দুরুল হোদা বলেন, “খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য বলা হয়েছে। এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
বিএ..
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।